নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকার কথা তুলে ধরে রাজ্য সরকারকে তুলোধোনা বিজেপির। মুর্শিদাবাদ জেলা বিজেপির কার্যালয় রবিবার একটি সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ ব্যানার্জি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহফুজা খাতুন, জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, মহিলানেত্রী মালা ভট্টাচার্য ও অন্যান্য বিজেপি কর্মীরা।
এই সাংবাদিক বৈঠকে প্রতাপ ব্যানার্জি জানান, ‘কেন্দ্র যেভাবে মানুষের পাশে থেকে প্রতিটা প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেছেন, রাজ্য সরকার সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারছেন না। কেন্দ্র থেকে রাজ্যের খাতে মানুষের সাহায্যার্থে যে অর্থ আসছে, আত্মসাৎ করেছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদের প্রথমে ফেরানোর কোনো সঠিক ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছিল না।
আরও পড়ুনঃ মালদহে তৃণমূলে ভাঙন, ৫০০-এর বেশি কর্মীর বিজেপিতে যোগ
যদিও পরে তাদেরকে নিয়ে আসা হলেও তাদের সঠিক চিকিৎসা বা সঠিকভাবে কোয়ারেন্টাইনে রাখার কোনো রকম সুব্যবস্থা করা হয়নি। যে কারণে যথেষ্ট সমস্যায় পড়ছেন ফিরে আসা পরিযায়ী শ্রমিকেরা। কোনকিছুই রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিকভাবে করা হয়নি। কৃষকদের জন্য ৬০০০ টাকা বরাদ্দ হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সে খাতেও আত্মসাৎ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধতা করতেই মূলত আজকের এই সাংবাদিক বৈঠক।’
আরও পড়ুনঃ জাতীয় সড়ক সম্প্রসারণে উচ্ছেদ অভিযান শুরু, চিন্তায় বাসিন্দারা
এদিন তিনি আরো জানান, ১৫ জুন থেকে ২৬ জুন বিজেপির দুজন কর্মী প্রতিটি ঘরে ঘরে গিয়ে কেন্দ্র সরকার যে সমস্ত সাহায্য করেছেন মানুষের ক্ষেত্রে তার তালিকা পৌঁছে দেবেন, যাতে তারা বুঝতে পারেন যে কেন্দ্র সরকারের সাহায্য থেকে তারা কতটা বঞ্চিত হয়েছেন। এরপর ১৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আত্মনির্ভরশীল দিবস পালন করা হবে বিজেপির পক্ষ থেকে।’
বারংবার এদিন বিজেপি নেতা তুলে ধরার চেষ্টা করেন, কেন্দ্র সরকার জনসাধারণের স্বার্থে সব রকম সুযোগ সুবিধা করে দিয়েছেন। তার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি রাজ্য সরকারের খাতে দিলেও তা সঠিকভাবে পৌঁছায়নি সাধারণ মানুষের ঘরে ঘরে। না হলে আবাস যোজনার জন্য যে সমস্ত টাকা দেওয়া হয়েছিল সে আবাস যোজনার দরুন টাকা পায়নি। অনেকে এমন আছে পেয়েছেন যাদের পাকা বাড়ি রয়েছে।
কিন্তু এমন বহু মানুষ আছে যাদের প্রয়োজন কিন্তু তাদের ঘরে সে সাহায্যটা পৌঁছায়নি। আমপানের কারণে মুর্শিদাবাদ জেলায় এমন বহু মানুষ আছে যাদের ঘর ভেঙে গিয়েছে। আবাস যোজনার টাকা যদি তারা সঠিক সময়ে পেত সরকারের পক্ষ থেকে, তাহলে ক্ষতির মুখে পড়তে হত না মুর্শিদাবাদের মানুষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584