আজহার হুসেইন, কাশ্মীর:
এবছর অমরনাথ যাত্রার মেয়াদ কমিয়ে ২১শে জুলাই থেকে শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত ১৫ দিন করা হল।
শ্রী অমরনাথ জি শ্রীন বোর্ডের (এসএএসবি) কর্মকর্তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার উপরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত অমরনাথ যাত্রার বিষয়ে দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার যাত্রার ‘প্রথম পূজা’ও অনুষ্ঠিত হয়েছে। করোনা অতিমারীর ফলে যাত্রার সময়কাল হ্রাস করা ছাড়াও এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবার সাধুরা বাদে শুধুমাত্র ৫৫ বছরের কম বয়সী তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে। যাত্রার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে এবং করোনা পরীক্ষা উত্তীর্ণের শংসাপত্র নিয়ে অনলাইনে যাত্রার জন্য আবেদন করতে হবে।এছাড়াও যাত্রার ১৫ দিনের সকাল ও সন্ধ্যায় ‘আরতি’ ভক্তদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।
সুত্র মারফত জানা গেছে যে স্থানীয় শ্রমিকদের জায়গা দেওয়া এবং বেস ক্যাম্প থেকে গুহা পর্যন্ত রাস্তা রক্ষণাবেক্ষণে অসুবিধার কারণে গেন্ডারবল জেলার বাল্টাল বেস ক্যাম্প থেকে অমরনাথের গুহা পর্যন্ত এবার হেলিকপ্টার ব্যবহার করা হবে।তবে পেহেলগামের রাস্তা দিয়ে যাত্রার অনুমতি দেওয়া হবে না ,যাত্রা শেষ হবে ৩ আগস্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584