আমুলের বিজ্ঞাপনে শ্রদ্ধার্ঘ্য ‘বেলাশুরু’-র প্রয়াত দুই প্রধান চরিত্রকে

0
234

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সদ্য মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘বেলাশুরু’। ছবির মুখ্য দুই চরিত্রের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত দুজনেই প্রয়াত হয়েছেন ছবি মুক্তির আগেই। এবার সেই ছবির পোস্টারের অনুকরণে নিজেদের বিজ্ঞাপনে অভিনেতাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য আমুলের।

শিবপ্রসাদমুখোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

সমসাময়িক বেশ কিছু বিষয়ের প্রতিফলন সাধারনত আমুলের বিজ্ঞাপনে দেখা যায়। তবে বাংলা ছবির এমন একটি বিষয়কে এবার আমুলের বিজ্ঞাপনে স্থান করে নিতে দেখা গেল যাতে উচ্ছসিত ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদও। আমুলের টুইটটি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও শেয়ার করেছেন তিনি।

 

বিজ্ঞাপনের ছবিটি টুইট করেছে সংস্থা। ক্যাপশনে লেখা রয়েছে, ‘বেলাশুরু’ ছবিতে ফিরে এলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র যার মুখ্য দুই অভিনেতাই প্রয়াত। বিজ্ঞাপনের পোস্টারে লেখা ‘ এই বেলা কখনো শেষ হবে না…’ এর পাশাপাশি, আমূল গার্লকে দেখা গিয়েছে স্বাতীলেখার সামনে আয়না ধরে থাকতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here