সুন্দরবন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের

0
36

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

একদিকে করোনা অন্যদিকে আমপান, বিধ্বস্ত করে তুলেছে সুন্দরবন লাগোয়া ও বিস্তীর্ণ সুন্দরবনকে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। নামখানা একা‌ডে‌মি থেক‌ে ত্রানের ব্যবস্থার উ‌দ্যোগ নি‌লেন বাগুইহা‌টির “উদয়ন সং‌ঘের ইয়ংস্টার অ্যা‌সো‌সি‌য়েশন” না‌মে একটি‌ স্ব‌েচ্ছাসে‌বী সংগঠন।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

প্রায় ৫০০জন‌কে ত্রান সামগ্রী তু‌লে‌ দেন সংগঠন‌ের সম্পাদক অম‌লেশ বোস। উপস্থিত ছি‌লেন নামখানা একা‌ডে‌মির কর্ণধার ওর‌ফে সুন্দরবন কম‌িউ‌নি‌টির ডেভলপমেন্ট সোসাই‌টির সম্পাদক পর‌মেশ্বর মন্ডল। নামখানা ব্লকের সাতটি গ্রামপঞ্চায়েত থেকে আসা দুঃস্থ মানুষ হাজির হন ত্রান সামগ্রী নিতে। যা পেয়ে স্বস্তিতে দুঃস্থ মানুষেরা।

আরও পড়ুনঃ ফিশিং নিয়ে জটিলতা কাটল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়াঘাটের

স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জানান, অনেক ঝড় দেখেছি কিন্তু এমন ঝড় আজও দেখিনি। তাদের পাশে দাঁড়িয়ে খুশি আমরা। নামখানা একাডেমির প্রধান পরমেশ্বর বাবু জানান, প্রথম থেকে ত্রানের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুঃস্থ মানুষদের শুধু নয় নামখানা মানুষদের পাশেই তিনি রয়েছেন । যতদিন বাঁচবেন নামখানা মানুষদের পাশে থাকবেন বলে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here