অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাপেরবাসা,উন্নয়নখাতের টাকা ফেরত যায়

0
102

সুদীপ পাল,বর্ধমান 

যাদের জন্য  অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই তারা আসতে বা তাদের পাঠাতে ভয় পান বাড়ির লোকজন। কারণ সেখানে সাপের বাসা। এমনই বেহাল দশা আউশগ্রামের কয়রাপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শুধু তাই নয় সাপের ভয়ে প্রসূতিরাও যান না।  অঙ্গনওয়াড়ি ঘরে সাপের গর্ত রয়েছে ফলে কেউই সেখানে প্রবেশ করে না। তাই রান্না থেকে খাওয়া-বিতরণ সবই হয় কেন্দ্রের বাইরে। অথচ এই কেন্দ্রের উন্নয়নের জন্য দুবার টাকা এসেছিল। জানা যায় সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে ২০১৪ সালে ৬ লক্ষ ৮৯ হাজার টাকা ও ২০১৬ সালে সরকার ৭ লক্ষ ২০ হাজার টাকা এলেও তা ফেরত চলে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক আশিস চক্রবর্তী বলেন, জমি মেলেনি বলে টাকা ফেরত গিয়েছে। স্থানীয়রা যদিও বলেন, ব্লকের কর্তাদের উদ্যোগের অভাবেই টাকা ফেরত গিয়েছে। তিন শতক জমির ব্যবস্থা সহজেই করা যেত বলে তাঁদের মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here