মনিরুল হক, কোচবিহারঃ
লোকশিল্পী সংগঠনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার বৈরাগী হাটে। আজ লোকশিল্পী সংগঠনের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন শীতলখুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ১ নং ব্লক সভাপতি নজরুল হোসেন, বৈরাগী হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বেনুবালা বর্মন, সমাজসেবী সুলতান মিয়া, মহেন্দ্র নাথ বর্মন, অমর রায় ও আরও অনেকে।
এদিন বৈরাতী নৃত্যের মধ্যে দিয়ে অতিথিদের বরণ করা হয়। এই সম্মেলনে উদ্বোধন ভাষণে বিধায়ক হিতেন বর্মন বলেন, “উত্তরবঙ্গের কৃষ্টি কালচার ধরে রাখার দায়িত্ব লোকশিল্পী সংগঠনকে নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের ভাতার ব্যবস্থা করেছেন। বিনে পয়সায় বিভিন্ন বাদ্যযন্ত্র দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাই উত্তরবঙ্গের লোকগান ও লোকসংস্কৃতি দিনে দিনে উন্নতি হচ্ছে।” এদিন লোকশিল্পীদের দ্বারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সম্মেলন থেকে এদিন একটি কমিটিও গঠন করা হয় বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584