ভিন্নধর্মী মার্ডারের গল্প বড়পর্দায়

0
77

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

thriller movie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আচ্ছা, মার্ডার কত রকমের হতে পারে বলতে পারবেন? না পারলে থাক। এবার দেখার পালা। না, খবরের কাগজে পড়া কিংবা এলাকায় ঘটে যাওয়া নয়, বড়পর্দায় এবার সেরকমই এক ভিন্নধর্মী মার্ডারের হাতছানি।

heroine | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ছবিটি বানাচ্ছেন পরিচালক জিবি। সহ পরিচালনায় কৌস্তভ সাহা৷ ক্যামেরায় প্রিয়ম দে। গল্প লিখেছেন জিবি, সৌভিক দে, সৌরদীপ ঘোষ।

murder | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিবি, সৌভিক দে, সৌম্য ঘোষ, দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, পার্থসারথি শীল সহ আরও অনেকে।

hero | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ নাচে-গানে জমজমাট ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সঙ্গীত সন্ধ্যা

ছবির নাম এখনও সেভাবে ঠিক হয়নি। তবে, কাজের সুবিধের জন্য ‘পৌষে বদলা’ নামটি আপাতত রাখা হয়েছে। বদল হলেও হতে পারে আবার নাও হতে পারে।

movie scene | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

গল্পটা এরকম- এক যুবক ৩১ ডিসেম্বরের রাতে মার্ডার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তার মোবাইল। এবং তাতে দেখা যায় ওইদিন রাতে অন্য তিন বন্ধুর সঙ্গে পার্টিতে মেতে ছিল সে। এরপরই তার রহস্যজনক মৃত্যু।

thriller film | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

পোস্ট মর্টেম রিপোর্ট এলে জানা যায় সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। যুবকের বাবার রাজনৈতিক শিবিরে আনাগোনা রয়েছে। সে পুলিশের দ্বারস্থ হয়। ডিটেকটিভ অনির্বাণ কেসটি হাতে নেয়।

movie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এরপর জানা যায় সম্পূর্ণ অন্য এবং ভিন্ন ধরনের উপায়ে খুন করা হয়েছে তাকে। কিন্তু কী সেই উপায়? জানতে হলে থ্রিলারধর্মী এই ছবিটি তো দেখতেই হবে।

film | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ থ্রিলারে ভরপুর ‘দিন রাত্রির গল্প’-তে জঙ্গি হানা

সঙ্গীত পরিচালনায় তুনির চক্রবর্তী এবং একটি গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। মেক আপ-এ বিদিশা ভৌমিক।

police | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘ইউনিক্স অফিশিয়াল’-এর ব্যানারে সৌভিক দে’র প্রযোজনায় এবং ‘অমৃতাংশু চক্রবর্তী প্রোডাকশন’-এর সহ প্রযোজনায় আসছে এই নতুন থ্রিলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here