শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিতর্কিত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আরিয়ান মামলার এক সাক্ষী প্রভাকর সাইল। এবার সমীরের বিরুদ্ধে একই অভিযোগ আনলেন এনসিবির আরেক সাক্ষী শেখর কাম্বলে।
শেখর জানিয়েছেন, মুম্বাইয়ের খারঘর থেকে এক নাইজিরিয় নাগরিককে মাদক মামলায় গ্রেপ্তার করেছিল এনসিবি। শেখর কাম্বলে ওই মামলায় এনসিবির সাক্ষী। এবার তিনি অভিযোগ তুলেছেন সমীর ওয়াংখেড়ে নাকি তাঁকেও দশ বারোটি সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন। এবং আশ্বাস দিয়েছেন যে এতে তাঁর কোন সমস্যা হবে না। এ প্রসঙ্গে সমীরের সঙ্গে ফোনে যা কথা হয়েছে সেই কল রেকর্ডও সামনে এনেছেন কাম্বলে।
Mumbai | "I don't have to say anything," says Sameer Wankhede, NCB Zonal Director, after being questioned by NCB yesterday over allegations made against him by Prabhakar Sail, who is a witness in the drugs-on-cruise matter of Mumbai pic.twitter.com/VIxKlbkdlf
— ANI (@ANI) October 28, 2021
আরও পড়ুনঃ কেরলে করোনায় মৃত্যু হয়েছে ৪১ জন গর্ভবতী মহিলার, আতঙ্কে প্রাণ হারিয়েছেন ১৪৯ জন
ইতিমধ্যে, মঙ্গলবার রাতে নাকি এনসিবি-র অফিসার পরিচয় দিয়ে অনিল মানে নামে এক ব্যক্তি ফোন করেন শেখরকে। তিনি শেখরকে নির্দেশ দেন এই বিষয় নিয়ে কারোর সঙ্গে যেন শেখর কথা না বলেন। শেখরের দাবি আশিস রঞ্জন নামে এক এনসিবি আধিকারিক খারঘরের মামলার দায়িত্বে ছিলেন। হঠাতই টিভির খবরে এই মামলাটির প্রসঙ্গে উঠে আসে খারঘরের নাইজিরিয় নাগরিকের গ্রেপ্তারির প্রসঙ্গ, আর এতেই ঘাবড়ে যান শেখর। আর তার পরেই তাঁকে ফোন করেন এনসিবি আধিকারিক অনিল মানে, এমনটাই দাবি করেছেন শেখর কাম্বলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584