বনধ সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি,গ্রেফতার বেশ কয়েকজন নেতা কর্মী

0
44

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই ছাত্র খুনের ঘটনায় বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। কিন্তু বিজেপি’র ডাকা এই বনধকে কোনভাবেই সমর্থন করছে না রাজ্যের শাসকদল। সেই কারণে এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বনধ ঘিরে চলছে অশান্তি । চলছে গাড়ি ভাঙচুর ও সংঘর্ষ। অপরদিকে এদিন বনধের সমর্থনে বিজেপি’র মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। এদিন ভেনাস মোড় থেকে বনধের সমর্থনে একটি মিছিল বের করে বিজেপি। অভিযোগ যে সেইসময় কিছু বিজেপির কর্মী সমর্থক এয়ারভিউ মোড়ের কাছে একটি দোকান লক্ষ্য করে ঢিল ছোড়ে।

নিজস্ব চিত্র

এরপরই পুলিশ সেই সব সমর্থককে আটক করতে গেলে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয়। এর পাশাপাশি ভেনাসমোড়ে পথ অবরোধ করেন। এরপর বিশাল পুলিশ বাহিনী বনধ সমর্থনকারী বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতার করে। গ্রেফতার করা হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরীকেও।

আরও পড়ুনঃ নকশালবাড়িতে বনধের সমর্থনে মিছিল চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here