দেশকে ভুল বোঝাচ্ছেন অমিত শাহ, সোজাসাপটা আসাউদ্দিন

0
82

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমীন(এআইএমআইএম)-এর প্রধান ও লোকসভার সাংসদ আসাউদ্দিন ওয়াইসি মঙ্গলবার একটি বিবৃতিতে জানিয়েছেন, এনপিআর, এনআরসি-র প্রথম পদক্ষেপ।

Asaduddin Owaisi | newsfront.co
আসাউদ্দিন ওয়াইসি। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, ১৯৫৫-র নাগরিকত্ব আইন অনুযায়ী এনপিআর এনআরসি-র সঙ্গে সম্পর্কযুক্ত। একবার এনপিআর-র প্রণালী সম্পন্ন হয়ে যাওয়ার পরেই সরকার প্রত্যেকের থেকে কাগজ চাইবে। তাহলে গোটা দেশকে স্বরাষ্ট্রমন্ত্রী এনআরসি-এনপিআর-র নামে এরকম ভুয়ো আশ্বাস দিচ্ছেন কেন?

আসাউদ্দিন এও জানান, সংসদে অমিত শাহ তাঁর নাম উচ্চারণ করে বলেছিলেন যে এনআরসি গোটা দেশেই লাগু হবে। সংসদে ওই সভায় অমিত শাহকে পাল্টা জবাব দিয়ে আসাউদ্দিন বলেছিলেন, “অমিতজি যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে, আমরা সত্যি বলব। এনপিআর-র কার্যক্রম শেষ হলেই সরকারি কর্মকর্তারা এনআরসি-র জন্য প্রয়োজনীয় নথি চাওয়া শুরু করবেন।”

আরও পড়ুনঃ এনপিআর-এনসিআর-র পারস্পরিক সম্পর্ক নিয়ে ভোলবদল শাহের

মঙ্গলবার এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে আসাউদ্দিনকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমি একদমই অবাক নই, আসাউদ্দিনের মন্তব্যে। আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, ওঁরা বলবেন সূর্য পশ্চিম দিকে ওঠে। কিন্তু আমি ওনাকেও নিশ্চিত করে বলতে চাই, এনআরসি-র সাথে এনপিআর-র কোনও সম্পর্ক নেই।”

মঙ্গলবার হওয়া মন্ত্রিপরিষদের আলোচনা সভায় এনপিআর-র প্রাথমিক খসড়া তালিকা প্রস্তুতির জন্য ৩৯৪১.৩৫ কোটি টাকা এবং এনআরসি-র জন্য ৮৭৫৪.২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার ওই আলোচনা সভার পরেই এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ ওই মন্তব্য করেছিলেন।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রকের বার্ষিক রিপোর্টের প্রসঙ্গ টেনে আসাউদ্দিন বলেন, আমার মনে হয়, অমিতজি আমার থেকে উচ্চ শিক্ষিত। তাঁর স্বরাষ্ট্র মন্ত্রকের বার্ষিক রিপোর্টের ১৫ নং অধ্যায়ের ৪ নং পয়েন্টটি আবার পড়া উচিত। সেখানে উনি নিজেই বলেছেন এনআরসি-র প্রথম পদক্ষেপ এনপিআর।

আরও পড়ুনঃ পদ্মবাহিনীর প্রচারে ঋত্বিকের ছবির অপব্যবহার, ক্ষুন্ন ঘটক পরিবার

আসাউদ্দিন আরও জানান, “এমএইচএ ওয়েবসাইটে মন্ত্রক লিখেছিল যে ভারতে শীঘ্রই এনপিআর-র কাজ শুরু হবে। এটাই এনআরসি গঠনের প্রথম পদক্ষেপ।

কিরেন রিজিজু মন্ত্রী থাকাকালীন ২৬ নভেম্বর, ২০১৪ ওই লেখাটির প্রত্যুত্তরে বলেছিলেন, এটি সমস্ত সাধারণ বাসিন্দাদের একটি সাধারণ নিবন্ধ যাতে নাগরিক-অনাগরিক উভয়েই অন্তর্গত হবে।” আরেকটি জায়গায় তিনি বলেছিলেন, এনপিআর, এনআরসি গঠনের প্রাথমিক পর্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here