নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শ্রীলেখা মিত্র’র এক ঘণ্টা নয় মিনিটের ক্ষোভবিজড়িত ভিডিওর ফসল অনেক। তাঁর এ বক্তব্যকে খণ্ডন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় এমনকী ‘অন্নদাতা’ ছবির প্রযোজক অশোক ধানুকাও।
শ্রীলেখার লম্বা চওড়া ভিডিওতে উঠে আসে ‘অন্নদাতা’ ছবির কথা। তাঁর কথা অনুযায়ী, ‘অন্নদাতা’ ছবিতে তাঁকে নিতে নিমরাজি ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি নাকি অশোক ধানুকাকে বলেন, “শ্রীলেখাকে দেখতে কেউ হলে যাবে না।” এ কথা নাকি তাঁকে অশোক ধানুকাই জানান। অভিনেত্রীর এই বক্তব্য এবার খণ্ডন করলেন অশোক ধানুকা স্বয়ং।
আরও পড়ুনঃ সুশান্ত প্রসঙ্গে টলিউডের বেগম-বাদশার প্রতি ক্ষোভপ্রকাশ শ্রীলেখার
সূত্রের খবর অনুযায়ী, তিনি জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ কারোকে কখনও তাঁর পাশে নেওয়ার কথাও বলেন না, বাদ দেওয়ার কথাও বলেন না। এক্ষেত্রেও তিনি তেমন কিছু করেননি। সবটাই শ্রীলেখার কল্পনাপ্রসূত। সেই সময় ঋতু-বুম্বা জুটি হিট। তুঙ্গে তাঁদের জনপ্রিয়তা। সুতরাং তাঁদেরকে নিতে চাওয়া ব্যবসার কারণেই।
আরও পড়ুনঃ গ্রামে ফিরেই জমিতে কোদাল হাতে নওয়াজ
ঋতুপর্ণাকে সেইসময় না পাওয়ায় কথা হয় মৌলি গাঙ্গুলি কিংবা রচনা ব্যানার্জিকে নেওয়ার। সেটাও সম্ভব না হওয়ায় শ্রীলেখাকে নেওয়া হয়। যদিও ছবিটি হিট হয়। কিন্তু তারপরে আর শ্রীলেখাকে কোনও ছবিতে নায়িকার চরিত্রে দেখাও যায়নি।
২০০২-এ মুক্তিপ্রাপ্ত রবি কিনাগী পরিচালিত ‘অন্নদাতা’ ১৯৯০-এর হিন্দি ছবি ‘স্বর্গ’-এর রিমেক। আর তা নিয়েই এত জলঘোলা। সবথেকে মজার কথা হল, যে অভিনেতার দিকে শ্রীলেখার তীক্ষ্ণ তীর সেই অভিনেতা এক্কেবারে চুপ। টুঁ শব্দটি নেই তাঁর মুখে। আসলে তিনি ‘আসল’ কথাটা জানেন- বোবার শত্রু নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584