কালনায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য

0
66

শ্যামল রায়,কালনাঃ

ফের তৃণমূল নেতা আক্রান্ত কালনা এক নম্বর ব্লকের বেগপুর গ্রাম পঞ্চায়েতের গদারপাড় এলাকাতে। অভিযোগ উঠেছে পিস্তল দিয়ে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য ইনসান মল্লিককে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ। তবুও দুষ্কৃতিদের সাথে লড়াই করে কোনো রকমে প্রাণে বেঁচেছেন এ যাত্রায় ওই তৃণমূল নেতা। মাথায় প্রচণ্ড আঘাত ও মারধর খেয়ে ভর্তি কালনা মহকুমা হাসপাতালে। আক্রান্ত তৃণমূল নেতা কে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। আক্রান্ত তৃণমূল নেতাকে দেখতে গিয়ে স্বপন দেবনাথ বলেন যে,পুলিশকে বিষয়টি বলেছি দুষ্কৃতিদের চিহ্নিতকরণ করে দ্রুত গ্রেফতার করতে হবে।
তৃণমূল নেতা আক্রান্তের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার প্রতিবাদ সভা ও বিক্ষোভ প্রদর্শন করল।
মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতাল থেকে কালনা শহর ও বেগপুরেও এই প্রতিবাদ বিক্ষোভ সভা সংঘটিত করে।

আক্রান্ত তৃণমূল সদস্য ইনসান মল্লিক।নিজস্ব চিত্র

আক্রান্ত তৃণমূল নেতা ইনসান মল্লিক কালনা হাসপাতালের বেডে শুয়ে জানিয়েছেন যে, তিনি কোনো রকম ভাবে প্রাণে বেঁচে গেছেন এ যাত্রায়। দুষ্কৃতিরা গুলি করতে গিয়ে হাত ফসকে পিস্তলটি পড়ে যায় তারপরেই লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি চললেও তিনি চিৎকার চেঁচামেচিতে মানুষজন ডাকলে এলাকার মানুষ ছুটে আসায় পালিয়ে যায় দুষ্কৃতিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here