হরষিত সিংহ,মালদহঃ
ইংরেজবাজার পৌরসভা ও জেলা অগ্নিনির্বাপণ দফতরের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মিডডে মিলের রাঁধুনী ও শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ, মালদহ গার্লস হাইস্কুলে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।হঠাৎ রান্না করার সময় যদি আগুন ধরে যায় তাহলে প্রাথমিকভাবে কিভাবে সেটির মোকাবিলা করা যাবে সেই প্রশিক্ষণ দেন দমকল দপ্তরের কর্তারা।

প্রশিক্ষণ শিবিরে স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন,জেলা অগ্নিনির্বাপণ দফতরের অফিসার বিশ্বজিত মন্ডল,উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার পৌরপতি নীহাররঞ্জন ঘোষসহ অন্যান্যরা। রাজ্য সরকারের উদ্যোগে শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মিডডে মিলের রাঁধুনিদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাথমিকভাবে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা হলে কিভাবে তা মোকাবিলা করবে সেই নিয়েই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। শহরের প্রত্যেকটি স্কুলকে অগ্নিনির্বাপণের একটি করে সিলিন্ডারও প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584