নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
২৯ শে জুলাই, আন্তর্জাতিক বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান পালিত হল আলিপুরদুয়ারে জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের উত্তর বিভাগের জয়ন্তী রেঞ্জের জয়ন্তীতে।
বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত চোদ্দটি রেঞ্জ রয়েছে। আজকের বিশ্ব ব্যাঘ্র দিবসের মূল উদ্দেশ্য মানুষকে জঙ্গল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এই অনুষ্ঠানের উদ্দেশ্য যাতে সাধারণ মানুষের সহযোগিতায় বাঘের বসবাসের উপযোগী করে তোলা যায়। অনেক দিন ধরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে বাঘের অস্তিত্ব থাকা নিয়ে বিভিন্ন মহলের সন্দেহ রয়েছে। বাঘ ছাড়াও বক্সার জঙ্গলে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে। কোন কোন ক্ষেত্রে সেই সব বন্য প্রাণীর জীবন ও সঙ্কটে পড়ে যায় নানান কারণে। বন্য প্রাণীর খাদ্য সমস্যার পাশাপাশি চোরা শিকারীর উৎপাত ও রয়েছে।
আরও পড়ুনঃ বাঁকা নদী বাঁচানো জরুরি বলছে বর্ধমান
জয়ন্তী রেঞ্জের রেঞ্জার জানান,এই সমস্ত অসুবিধা রোধে বন দফতর ট্রাপ ক্যামেরা,নিয়মিত জঙ্গলে পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মুখে না বললেও এটা বেশ পরিস্কার কম সংখ্যক বনকর্মী, অত্যাধুনিক অস্ত্র না থাকায় জঙ্গলের রক্ষা বন দফতরের কাছে অন্তরায় হয়ে দাঁড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584