নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বাগবাজারের হাজারি বস্তি। প্রয়োজনীয় নথিপত্র সবই পুড়ে গিয়েছে আগুনে। এরপরই বস্তিবাসীদের নতুন ঘর দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।
ইতিমধ্যেই শুরু হয়েছে হাজারিবস্তির নতুন করে তৈরির কাজ। অগ্নিকাণ্ডে এখন ভস্মীভূত এলাকা পরিষ্কার করার কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই গাঁথনি তোলার কাজও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর বাপি ঘোষ। প্রস্তাবিত খরচ ২ কোটি ৮০ লাখ টাকা।
আরও পড়ুনঃ কলকাতায় ১২০ কিমি রাস্তায় সাইকেল লেনের প্রস্তাব সমীক্ষক সংস্থার
সোমবার সেখানকার বাসিন্দাদের প্রতিনিধিদের সঙ্গে ফের এক দফায় বৈঠক করে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। সেখানে ঠিক হয়েছে, ১০৮ টি ঘর বানিয়ে দেওয়া হবে। আর এই নবনির্মিত হাজারি বস্তির নতুন নাম হবে ‘মমতা কলোনি’।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584