নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
শারদোৎসবের মরশুমে গত এক মাসে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে বড় সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ।অত্যাধুনিক প্রযুক্তি ব্যববহার করে গত এক মাসে এরকম চুরি যাওয়া ৩৯টি মোবাইল পুলিশ উদ্ধার করেছে।একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ১৫ জন মোবাইল চোরকেও।মঙ্গলবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে বলেন,জেলার প্রায় সব কটি থানা এলাকা থেকেই মোবাইল চুরির অভিযোগ ছিল।সব থেকে বেশী অভিযোগ জমা পড়েছিল বাঁকুড়া শহর এলাকা থেকে।
উদ্ধার হওয়া সব কটি মোবাইল এদিন সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে আরো জানানো হয়েছে,ঘটনার তদন্তে এমনও দেখা গেছে,চুরি যাওয়া মোবাইল অন্য অন্য এক জনকে উপহার হিসেবেও দেওয়া হয়েছে।পুলিশ সেখান থেকেও সেই মোবাইল উদ্ধার করে নিয়ে এসেছে।পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে উচ্ছ্বসিত বাঁকুড়া শহরের বাসিন্দা প্রীতিকণা দাস বলেন, রবীন্দ্র ভবনের সামনে আমার ব্যাগ থেকে মোবাইলটি চুরি যায়। যথারীতি থানায় অভিযোগ করি। মোবাইল ফেরৎ পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম।পুলিশের উদ্যোগে ফের মোবাইল হাতে পেয়ে ভালো লাগছে।
এদিন জেলা উদ্যান পালন দফতরের কর্মরত মলয় মাঝিও তার চুরি যাওয়া মোবাইল ফেরৎ পেলেন।তিনি বলেন, পুলিশ নজির সৃষ্টি করলো।আমি আশা করিনি মোবাইল ফেরৎ পাবো।আজ থেকে বাঁকুড়া জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরো বাড়লো বলেই তিনি মনে করেন।
আরও পড়ুনঃ দীপাবলীর পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584