অস্থায়ী রাস্তা নির্মাণে উদ্যোগী বাঁকুড়া পৌরসভা

0
100

জয়জীবন গোস্বামী,বাঁকুড়াঃ

গন্ধেশ্বরী নদীর উপর অস্থায়ী রাস্তা নির্মাণের উদ্যোগ নিল বাঁকুড়া পৌরসভা।বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ হল গন্ধেশ্বরী।বর্ষায় গন্ধেশ্বরী ব্রিজটি ভেঙে পড়ায় চরম অস্বস্তিতে সাধারণ মানুষ থেকে বিভিন্ন যানবাহন পরিষেবা।যদিও গন্ধেশ্বরী ব্রিজের বিকল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা অন্য সেতুটি।ফলে সেতুটির উপর আগের তুলনায় যানবাহন চলাচলের সংখ্যা অনেকটাই বেশি।ভেঙে পড়া গন্ধেশ্বরী নদীর ব্রিজের কাজ বেশ কিছুদিন যাবত চলছে স্বভাবতই একমুখী হয়ে পড়েছে যানবাহন পরিষেবা।ফলে যানজটের দীর্ঘক্ষন আটকে পড়ে চরম অস্বস্তি নাজেহাল বাঁকুড়াবাসী‌।বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর ওপারে থাকা বিকনা কেশিয়াকোল এলাকার বাসিন্দাদের অভিযোগ তাদের বাঁকুড়া শহরে আসতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন।এদিন বাঁকুড়া সতীঘাট এর গন্ধেশ্বরী নদীর উপর বিকল্প রাস্তা তৈরীর জন্য বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত ও উপ প্রধান দিলীপ আগারওয়াল।কথা বলেন স্থানীয় এলাকাবাসীদের ও প্রজেক্টে কাজ করা বিভিন্ন কর্মীদের সাথে।

নিজস্ব চিত্র

এদিন মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন পুরাতন গন্ধেশ্বরী ব্রিজ ভেঙ্গে নতুন করে এই ব্রিজ তৈরি করা হচ্ছে।এই ব্রিজ তৈরির জন্য ১৮ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী তরফে।গন্ধেশ্বরী নদীর উল্টো দিক থেকে আসা পঞ্চায়েতের বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত সেই কারণেই বিকল্প হিসাবে গন্ধেশ্বরী নদীর উপর দিয়েই এডি অস্থায়ীভাবে রাস্তা তৈরি করার চিন্তাভাবনা শুরু করেছে বাঁকুড়া পৌরসভা।এই বিকল্প রাস্তায় শুধুমাত্র দু চাকার যানবাহন ও নিত্য যাত্রীরা চলাচল করবে।
মুখ্যমন্ত্রীর প্রকল্পে তৈরি হওয়া এই ব্রিজ সম্পূর্ণ হলে বর্ষায় একদিকে যেমন বিচ্ছিন্ন হবে না যোগাযোগ ব্যবস্থা ঠিক অপর দিকে অনেকটাই স্বস্তি মিলবে গন্ধেশ্বরী নদীর ওপারে থাকা এলাকাবাসীর ও সাধারণ মানুষজনের।

আরও পড়ুনঃ খড়গপুরের আই আই টি ক্যাম্পাসে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here