নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বিশ্ব জুড়ে পড়েছে করোনা ভাইরাসের থাবা। যার জন্য সারা দেশে চলছে লক ডাউন।এই অবস্থায় অসহায় দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে বাঁকুড়া জেলা পুলিশ। শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে নেওয়া হয়েছে “অন্নদান মহাদান” নামে এক কর্মসূচী।
এদিন বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার আমডাঙ্গা গ্রামে “অন্নদান মহাদান ” কর্মসূচীতে উপস্থিত ছিলেন খাতড়ার এস ডি পি ও বিবেক ভার্মা, সারেঙ্গা থানার আই সি সূর্য নারায়ন মন্ডল ও অনান্য পুলিশ কর্মীরা। জানা যায়, গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল রান্না করা খাবার।
আরও পড়ুনঃ লকডাউনে আটকে যাওয়া শ্রমিকদের পাশে বাম যুবরা
তবে শুধু রান্না করা খাবার বিলিই নয়। এর পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিক সাধারণ মানুষের, ছোট্ট শিশু থেকে আম জনতার হাতে তুলে দিলেন মাস্ক। এমনকি সকলকে মাস্ক বা পরিস্কার কাপড় দিয়ে মুখ ঢেকে রাখার বার্তা দিলেন তিনি। একই সাথে কেন মাস্ক পরা প্রয়োজন তা যেমন বোঝালেন। তার সাথে কি ভাবে হাত ধুতে হবে, তা বোঝানোর জন্য নিজের হাত ধুয়েও দেখালেন এই পুলিশ আধিকারিক। তবে পুলিশ আধিকারিককে এই ভূমিকায় পেয়ে খুশি গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584