সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বা মহিলা-সহ তার শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি মগরাহাট থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, গতকাল রাতে বোম্বের গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূর বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তারপর তাকে হুমকি দেওয়া হয় তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা যেন বিজেপি না করে।
এর জেরে সুস্মিতা মাঝি প্রতিবাদ করলে তার উপরে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। পুত্রবধুকে মারতে দেখে প্রতিবাদ করতে যায় বৃদ্ধা। এরপর ওই বৃদ্ধাকেও মারধর করা হয়। এরপর তাদের চিৎকারে অন্যান্য গ্রামবাসীরা আসলে তৎক্ষণাৎ চম্পট দেয় দুষ্কৃতীরা।
এই ঘটনার নিরিখে গতকাল রাতে ওই আক্রান্ত পরিবার মগরাহাট থানায় অভিযোগ করতে গেলে সেখানে অভিযোগ নিতে অস্বীকার করে মগরাহাট থানার পুলিশ। আজ সকালবেলা আবারও অন্তঃসত্ত্বা মহিলার শাশুড়ি অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে থানা।
আরও পড়ুনঃ কালচিনিতে কঞ্চনকন্যার ধাক্কায় আহত ভবঘুরে
এই ঘটনার পর মগরাহাট ব্লক বিজেপি নেতৃত্ব থানার দ্বারস্থ হয় কিন্তু সেখানেও লিখিত অভিযোগ নিতে অস্বীকার করে। জানা গেছে, ওই অঞ্চলের তৃণমূল নেতার প্ররোচনায় তার দলের লোকেরা দীর্ঘ তিন মাস ধরে বিজেপি সমর্থকদের বাড়িতে চড়াও হয় এবং হাঁস-মুরগি চুরি করা থেকে শুরু করে তাদের মারধর করে। এখানেই শেষ নয়, বিজেপি করলে এলাকা ছাড়ার হুমকিও দেয়।
বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর আতঙ্কে রয়েছেন বোম্বের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584