স্বাস্থ্যসাথী কার্ডে সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত টেস্ট করা যাবে, নয়া নির্দেশিকা ঘিরে প্রশ্ন

0
149

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহারে এবার নতুন সরকারি নির্দেশিকা জারি। সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত টেস্ট করা যাবে এবং সেই সময় পর্যন্ত বেড চার্জ অনুমোদন করা হবে।

Hospital
প্রতীকী ছবি

এই নয়া নির্দেশিকা ঘিরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সব রোগের নির্ণায়ক পরীক্ষা কিভাবে ৫ হাজার টাকার মধ্যে হওয়া সম্ভব? ক্যান্সার, স্নায়ু রোগের বেশ কিছু পরীক্ষা থেকে শুরু করে কোভিডের জন্য প্রয়োজনীয় পরীক্ষা HRCT Thorax, নিদেনপক্ষে MRI, বড় বেসরকারি হাসপাতালে এগুলির মুল্য ৫ হাজার টাকার নীচে নয়।

কাজেই সার্বিকভাবে রোগ নির্ণয়ের খরচ ৫ হাজার টাকায় বেঁধে দেওয়া ঠিক কতটা যুক্তিপূর্ণ? অনেকেরই প্রশ্ন মুড়ি মুড়কির হারে প্রকল্প তৈরির ফলে কি টান পড়ছে সরকারি কোষাগারে? পাশাপাশি অনেকেই জানতে চাইছেন বেসরকারি হাসপাতালে যে অপ্রয়োজনীয় পরীক্ষা করানো হয় তা কি স্বাস্থ্যসাথী প্রকল্পের আগে সরকার জানতো না?

অর্থ দপ্তরের হিসাব অনুযায়ী , ‘স্বাস্থ্যসাথী’ খাতে গড়ে রোজ সরকারের প্রায় ৮ কোটি টাকা খরচ হয়, মাসে প্রায় আড়াইশো কোটি। ছোট বড় মিলিয়ে প্রায় ২ হাজার ৩৩০টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথীর আওতায়, স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন প্রায় সাড়ে আট কোটি উপভোক্তা। অর্থ দপ্তরের দাবি যে, দেখা গিয়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম রোগী ভরতি নেওয়ার পর অকারণ একের পর এক ক্লিনিক্যাল পরীক্ষা করায়।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের চিকিৎসায় বাধ্যতামূলক স্বাস্থ্যসাথী কার্ড, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, দ্রুত রোগ নির্ণয় করে রোগীকে নির্দিষ্ট প্যাকেজের আওতায় এনে চিকিৎসা শুরু করলে রোগীও দ্রুত সুস্থ হতে পারে, পাশাপাশি সরকারি অর্থের অপচয়ও কমে। সেকারণেই এই নতুন পদক্ষেপ।

আরও পড়ুনঃ অনুমোদন পেল না কোভ্যাক্সিন, আরও তথ্য চাইল WHO

অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া-র সভাপতি শ্রী রূপক বড়ুয়া, জাতীয় স্তরের সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে জানিয়েছেন যে, স্বাস্থ্য দপ্তরকে এই নয়া নির্দেশিকা পুনরায় বিবেচনা করার আর্জি জানাবেন তাঁরা। সেরা চিকিৎসা দিতে গেলে তা অনেক সময়েই খরচসাপেক্ষ, কাজেই পরীক্ষাগুলি ৫ হাজার টাকার মধ্যেই করতে হবে এটি একটি অবাস্তব কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here