দুটি শালিকের মেলা-না মেলার গল্প ‘দুই শালিক’

0
448

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

তমাল সেনের পরিচালনায় আসছে বাংলা ছবি ‘দুই শালিক’। ‘দুই শালিক’ হল দুই একাকীত্বের গল্প। মধ্যবয়সের ক্রাইসিসের গল্প। দুটি মানুষ, নৈঃশব্দ্য এবং অজস্র অনুভূতি মিশে আছে তাতে।

New movie | newsfront.co

গল্প আবর্তিত হয় পার্থ আর সঞ্চারীকে কেন্দ্রে রেখে। কীভাবে ওদের মিল হয়? আদৌ কি মিল হয়? এই সব প্রশ্নের উত্তর সাজিয়েই এই ছবি।

Rajatava Dutt | newsfront.co

শহরের ব্যস্ত ক্যকফনির মধ্যে এক টুকরো রোদ ঝলমলে আকাশের গল্প, মিলে যাওয়ার গল্প, ফিরে পাওয়া কিংবা না পাওয়ার গল্প ‘দুই শালিক’। অভিনয়ে অনন্যা চ্যাটার্জি, রজতাভ দত্ত, অভ্রজিৎ চক্রবর্তী, তপতী মুন্সি। ছবির গল্প অম্বরীশের লেখা।

Ananya | newsfront.co

সিনেমাটোগ্রাফিতে শুভদীপ দে। সম্পাদনায় সংলাপ ভৌমিক। আবহ, সংগীত পরিচালনায় অনির্বাণ, অজয় দাস।প্রযোজনায় দেবজিৎ সাহা ও অম্বরীশ মজুমদার।

Ananya Chatterjee | newsfront.co

আরও পড়ুনঃ কারা হবে উৎসবের সেরা স্টার?

প্রসঙ্গত, পরিচালক তমাল সেন ‘এস আর এফ টি আই’-এর ছাত্র। তমালের প্রথম ফিচার ‘দ্য গিফট এন এফ ডি সি’ স্ক্রিন রাইটারের জন্য নির্বাচিত হয়। জি ফাইভ-এর ওয়েব সিরিজ ‘কালী’-র প্রথম সিজনের লেখক তমাল। Shooting spot | newsfront.co

আরও পড়ুনঃ ‘গুলদাস্তা’য় অর্পিতা চ্যাটার্জির কোরিয়োগ্রাফার কে?

এই মুহূর্তে তমাল ব্যস্ত অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ নিয়ে। পরিচালক সুকুমার দাশগুপ্তের নাতি অম্বরীশ একজন গীতিকার, পরিচালক ও লেখক।

Dui Shalik | newsfront.co

‘দাদাসাহেব ফালকে’ পান তাঁর ছোটছবি ‘দ্য মর্নিং আফটার’-এর জন্য। পি সি চন্দ্র জুয়েলার্স আয়োজিত, আইস মিডিয়া ল্যাব ক্রিয়েশনের তত্ত্বাবধানে  আসছে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here