প্রকাশ্যে এল ‘অন্তর্ধান’-এর টিজার

0
276

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

বহু প্রতীক্ষার পর মুক্তি পেতে চলেছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি ‘অন্তর্ধান’। এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনশ্রী চক্রবর্তী, মমতা শংকর সহ অন্যান্য তারকারা। এক পরিবারের গল্প নিয়ে তৈরি এই ছবি।

Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের একমাত্র মেয়ে হিমাচলপ্রদেশের একটা ছোটো শহর থেকে হারিয়ে যায় তারপর সেই মেয়েটিকে খুঁজতে থাকে মেয়েটির বাবা মা ও প্রতিবেশীরা। শেষপর্যন্ত হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজে পাওয়া গেল কিনা তা জানার জন্য ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। এই ছবিতে হারিয়ে যাওয়া মেয়েটির বাবার চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মেয়েটির মা-এর চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী।

Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র

পাহাড়ী ব্যাকগ্রাউন্ডে এইরকম থ্রিলার ছবি বর্তমানে কমই দেখা যায়। এই ছবিতে মা-এর চরিত্রে অভিনয় করতে পেরে খুশি তনুশ্রী।

Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র

‘অন্তর্ধান’-এ তার চরিত্রের নামও তনুশ্রী। তিনি বলেন, মেয়ে হারিয়ে গেলে তার বাবা, মা-এর মনের অবস্থা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিটিতে।

আরও পড়ুনঃ ওয়েব সিরিজে হাজির ‘অতৃপ্ত আত্মা’র হাতছানি

Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র

Parambrata Chatterjee | newsfront.co

Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র
Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র
Antarnaad Teaser | newsfront.co
নিজস্ব চিত্র

১৭ এপ্রিল, ২০২০ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অন্তর্ধান’। আর তার আগেই ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে এল এই ছবির দুর্ধর্ষ টিজার। যা ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে।

এই ছবির ট্রেলারও শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে জানান পরিচালক অরিন্দম ভট্টাচার্য। হিমাচলপ্রদেশের মোট চারটি জায়গায় এই ছবিটির শুটিং হয়েছে। ‘অন্তর্ধান’-এ রয়েছে মাত্র দুটি গান। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তার পরেই উন্মোচন হবে ‘অন্তর্ধান’-এর রহস্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here