শুভময় সেন, বহরমপুরঃ-
বহরমপুর স্টেশন যেন মোবাইল চুরির আখড়ায় পরিণত হয়েছে। যাত্রীদের অভিযোগ যাত্রী সুরক্ষার চেয়ে বহরমপুর কোর্ট স্টেশনে কর্তব্যরত জিআরপিএস ও আরপিএফ পুলিশ যাত্রী পরিসেবার নামে যাত্রীদের হয়রানি ও নিগ্ৰহে ব্যস্ত থাকে। ট্রেন ধরার তাড়ায় একটি মাত্র দূর্দশাগ্ৰস্ত ওভারব্রিজে পার হতে না পেরে বা ভুলবশত গ্ৰামের মানুষ সরাসরি রেললাইন পার হতে গেলেই রেল পুলিশ তাদের ধরে নিয়ে গিয়ে তোলা আদায় করে। এই নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও দেখা গেছে।
তবুও বহরমপুর স্টেশনে মোবাইল চুরির ঘটনা কমেনি ,অহরহ ঘটেই চলেছে।বারবার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোন সুরাহা করতে তারা নারাজ। তাদের বক্তব্য স্টেশন চত্বরে কোন চুরির ঘটনা ঘটে না বরং তারা যাত্রীদের অসাবধানতা জনিত কারন দেখিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন। কিছ কিছু যাত্রীদের তো আবার এমনও অভিযোগ যে এই চুরির ঘটনার সঙ্গে রেল কর্তৃপক্ষের কিছু অসৎ অফিসারের যোগসূত্র রয়েছে।
গত সোমবারই সকালের দিকে একটি ট্রেনে উঠতে গিয়ে একটি কামরাতেই চার যাত্রীর মোবাইল চুরি হয়।
এরকম ঘটনা আকছার ঘটেই চলেছে।
যাত্রীদের অভিযোগ তদন্তের ভয়ে জিআরপিএস’এ অভিযোগ করতে গেলে সেখানকার কর্তব্যরত অফিসাররা চুরির অভিযোগই নিতে চান না। তাদের দাবি বহরমপুর কোর্ট স্টেশনে কোন চুরি হয় না। অভিযোগকারী যাত্রীদের একপ্রকার বাধ্য করা হয় শুধুমাত্র মোবাইল হারানোর একটি সাধারণ অভিযোগ করাতে।
এ বিষয়ে বহরমপুর কোর্ট জিআরপিএস’এর ইনচার্জ অফিসারকে ফোন করা হলে ফোন তোলেন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584