সেরার শিরোপা বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের

0
53

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

নিজস্ব চিত্র

জেলার ৬৫ টি গ্রাম পঞ্চায়েতকে পেছনে ফেলে জেলার সেরা হয়েছে আলিপুরদুয়ার শহর লাগোয়া বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। জেলা প্রশাসনের বিচারে জনগনকে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদানের ক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েত জেলায় সেরা নির্বাচিত হয়েছে।

এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদেশি কুলু বলেন, “ আমরা সরকারের বিভিন্ন প্রকল্প ও পঞ্চায়েতের বিভিন্ন কাজের যাবতীয় বিস্তারিতভাবে বোর্ডে লিখে তা জন সমক্ষে এনেছি।

বিজয়ী পুরষ্কার।নিজস্ব চিত্র

সেই বোর্ড বিভিন্ন গ্রাম সভাতেও টাঙ্গানো হয়েছিল।জেলা প্রশাসনের কর্তাদের নজরে তা পড়েছে।আর সেই কারনেই আমরা জেলায় সেরা নির্বাচিত হয়েছি। আমরা সেরার শিরোপা পাওয়ায় খুব খুশি।এর ফলে আমাদের কাজে আরও উৎসাহ বাড়বে।”

নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, জেলায় মোট ৬৬ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।সব গ্রাম পঞ্চায়েতকেই পাবলিক ইনফর্মেশন বোর্ডের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারি মানুষদের পঞ্চায়েতের সব কাজ ও প্রকল্প সম্পর্কে জানানোর নির্দেশ দেওয়া রয়েছে।

আরও পড়ুনঃ শিক্ষক দিবস উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের জন্য মোবাইল এক্সিবিশনের আয়োজন

কিন্তু এই কাজ সবথেকে ভালোভাবে করেছে আলিপুরদুয়ার বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত।সেই নিরিখে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্রাম পঞ্চায়েতকে সেরার শিরোপা দেওয়া হয়েছে। আর এই খবরে খুশির হাওয়া বিবেকানন্দ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান থেকে কর্মীদের মধ্যে ।

এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিবেকানন্দ ক্লাবের সামনের বাসিন্দা প্রশান্ত দাস। তিনি বলেন, “ আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়ে সত্যি আমরা গর্ব অনুভব করি।

এখন পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েতে আমরা কোন দূর্নীতির অভিযোগ তুলতে পারিনি।পঞ্চায়েতের যাবতীয় কাজ স্বচ্ছতার সঙ্গে করা হয়।এখানে উন্নয়নের কাজও অন্যান্য গ্রাম পঞ্চায়েত থেকে অনেক ভালো হয়।”গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাজে খুশি এলাকার নাগরিকরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here