নবদ্বীপে করোনা সম্পর্কে সচেতন করতে গান গেয়ে প্রচার বাউল শিল্পীর

0
132

শ্যামল রায়, নবদ্বীপঃ

অতি ভয়ঙ্কর এই করোনা ভাইরাস, আর এর থেকে  রেহাই পেতে মানুষদের মধ্যে আরও বেশি করে সচেতনতা বাড়াতে অবশেষে গানকেই হাতিয়ার করলেন বাউল শিল্পী ভরত দাস।

Baul Bharat Das | newsfront.co
ভরত দাস,বাউল শিল্পী। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ছিল লকডাউন এর ১১ তম দিন। নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগর খেলার মাঠের সবজি বাজারে গিয়ে করোনা ভাইরাস নিয়ে গান বেঁধে প্রচার করলেন এই বাউল শিল্পী।

আরও পড়ুনঃ দুঃস্থদের পাশে দাঁড়ালেন শ্রীমৎ স্বামী সত্যধর্মানন্দ মহারাজ

তিনি যথারীতি লকডাউন মেনে দূরত্ব বজায় রেখে বাজারের ফাঁকা জায়গায় বাউল হাতে দাঁড়িয়ে ছিলেন।আর সেখান থেকেই করোনা ভাইরাস নিয়ে বাজারে আসা সকল মানুষকে গান গেয়ে আহ্বান জানালেন তিনি। তার গাওয়া গানটির প্রতিটি লিরিকে ছিল সাবান দিয়ে হাত ধুতে হবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সচেতন বার্তা।

মারণ ভাইরাস থেকে রেহাই পেতে দেশ জুড়ে চলছে লকডাউন। তার ফলে ব্যাপক সাড়া মিলছে দেশে, তাই মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়াতে লোক গানের মধ্যে দিয়ে নিয়মিত প্রচার করছেন এই লোক শিল্পী।নবদ্বীপ প্রফুল্ল নগরের বাসিন্দা ভরত দাস বাউল।

প্রত্যেকদিন নিয়ম করে বিভিন্ন গ্রামে ছুটছেন গানের মধ্যে দিয়ে বাসিন্দাদের সচেতন করতে। লোক গানের মধ্যে দিয়ে এই সচেতনতা প্রচার, মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। আর এতে অনেকেই খুশি বলে জানা গিয়েছে।

যদিও এ বিষয়ে ভরতবাবু জানালেন, “তিনি গরীব মানুষ, তবুও করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তার এই ধরনের উদ্যোগ”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here