শেয়ালের হামলায় বাইক দূর্ঘটনা, যখম ৩ বাইক আরোহী।

0
53

মালদা, ০১ এপ্রিলঃ শেয়ালের হামলায় বাইক দূর্ঘটনা। যখম ৩ বাইক আরোহী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার কাঞ্চনটার এলাকায়। মালদা মহদীপুর সড়কে। আক্রান্তদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের নাম, নাইম সেখ(২১), দীপেন রায়(৪৫),আনিকুল সেখ(১৬)। আহতদের বাড়ি ইংরেজ বাজার থানার যদুপুর কমলাবাড়ী এলাকায়। গত কয়েকদিন ধরে শেয়ালের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গভীর রাতে মহদীপুর সীমান্তে পন্য বোঝাই লরি পার্কিং করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৩জন। কাঞ্চনটার এলাকায় চলন্ত বাইকে হামলা করে একটি শেয়াল। হামলায় বাইক থেকে ছিটকে পরে ৩ আরোহী। দুর্ঘটনার পর পালিয়ে যায় শেয়ালটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পরিজনেরা। তারা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। স্থায়ীয়দের অভিযোগ, শেয়ালের আতঙ্ক শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। রাতে বাইকের আলো দেখলেই শেয়ালের দল হামলা চালাচ্ছে। এর আগেও বেশ কয়েকজন জখম হয়। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here