“বিকিনি পরবেন না হিজাব, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীর”, টুইটারে বিস্ফোরক প্রিয়াঙ্কা

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞার প্রসঙ্গে কঠোর প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর মতে কোন মহিলা বিকিনি পরবেন কি হিজাব, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার একেবারেই তাঁর।

Priyanka Gandhi
প্রিয়াঙ্কা গান্ধী

মঙ্গলবার কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে। তাতে দেখা যায় এক মুসলিম ছাত্রী বোরখা পরে থাকায় তাঁকে ঘিরে একদল লোক জয় শ্রী রাম স্লোগান দিচ্ছেন আর তাদের সকলের হাতে বা গলায় ঝুলছে গেরুয়া গেরুয়া রঙের কাপড়। এই তরুণীকে যেভাবে হেনস্থা করা হয় তার প্রতিবাদে প্রিয়াঙ্কা একটি টুইট করেছেন।

‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ এই হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘বিকিন হোক বা ঘোমটা, জিনস কিংবা হিজাব, এক জন নারী কি পরবেন, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর। সে অধিকার সুনিশ্চিত করেছে ভারতীয় সংবিধান। বন্ধ করুন নারী নিগ্রহ।‘ প্রিয়াঙ্কার টুইটে একটি থাম্বস আপ ইমোজি দিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানান রাহুল গান্ধীও।

আরও পড়ুনঃ হিজাব মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করার নির্দেশ বিচারপতি দীক্ষিতের সিঙ্গল বেঞ্চের

মঙ্গলবার নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ঐ ভিডিওটি কর্নাটকের মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজের বলে জানা যায়। যে ছাত্রীকে সেদিন ঐ ভাবে হেনস্থা করা হয় তার নাম মুসকান, এমনটাই জানা গিয়েছে। বেশ কিছু জাতীয় স্তরের সংবাদমাধ্যমের ঐ ছাত্রীর সাক্ষাৎকারও নেওয়া হয়। তিনি ঐ কলেজের বাণিজ্য বিভাগের পড়ুয়া বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ উগ্র সাম্প্রদায়িকতাবাদ যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে চরম লজ্জার! আজ দেশ সেই পথেই ধাবিত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here