শুভদীপ ভট্টাচার্য্য, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালার প্রতিষ্ঠাতা রায় সুরেন্দ্রনারায়ন সিংহ বাহাদুর এর জন্মদিবস পালিত হল জিয়াগঞ্জে।জাতীয়তাবাদী দর্শনে দীক্ষিত হয়ে জড়িয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। জড়ান বিপ্লবী কর্মকান্ডে। শিক্ষার প্রসারে অবাধে দান করতে থাকে নিজের সম্পত্তি। মানুষের প্রয়োজনে নিয়োজিত করেন নিজের জীবন। শিক্ষাপ্রসারে গড়ে তোলেন কিছু স্কুলও। প্রত্নতত্ত্বের প্রতি আগ্রহ থেকে দান করেন বসত বাড়ির সামনের জায়গা। গড়ে ওঠে মিউজিয়ম।
এই অসামান্য কৃতি ব্যাক্তিত্ত্বের স্মরণে, রায়বাহাদুরের পরিবারের উত্তরসূরী ও মিউজিয়ামের বর্তমান কর্মকতা ও জেলার নানা প্রান্তের ইতিহাসপ্রেমি মানুষের সম্মিলিত প্রয়াসেই উদযাপিত হয় স্মরণ অনুষ্ঠানে। মাল্যাদান দিয়ে অনুষ্ঠান সূচী শুরু করেন উদ্যোক্তারা। পরে শুরু হয় আলোচনা। বক্তারা নিজের স্মৃতিচারণা ও ইতিহাস অনুসন্ধানের প্রাপ্ত তথ্যের টুকরো বর্ণনার ইমেজ সাজিয়ে তোলেন শ্রোতাদের কাছে। ইমেজে ইমেজে শ্রোতারা খুঁজে নিতে চাইছিলেন রায়বাহাদুরের পূর্ণ আবয়ব’টিকেই। বর্ধমান বিশ্বাবিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রাজর্ষি চক্রবর্ত্তী, রায়বাহাদুরের পরিবারের তরফে সত্যনারায়ন সিংহ, উজ্জ্বল সিংহ বক্তব্য উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ত্ব করেন স্মৃতিকুমার রায়চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584