নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
ঐক্য বাংলার নেতৃত্ব আজ বিকেলে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তি পাদদেশে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এই জমায়েতে ঐক্য বাংলার সভাপতি অভিজিৎ গুহ নিয়োগী জানান – “গতবছর বিদ্যাসাগরের জন্ম দিন উপলক্ষে আমরা এক সপ্তাহব্যাপী বাংলা সপ্তাহ উদযাপন করেছিলাম। বাঙালির কাছে বিদ্যাসাগর নিশ্চয়ই জাতীয় শিক্ষক এবং আমরা মনে করি ওনার জন্মদিন কে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বাঙালির জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা একটা অত্যন্ত জরুরী পদক্ষেপ।”
ঐক্য বাংলার কলকাতা শাখার সম্পাদক সৌম্য চৌধুরী জানান – “বাঙালি জাতীয়তাবাদী হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হল বাংলা ভাষা ও সংস্কৃতির রক্ষণ এবং বিস্তার – ক্রমবর্ধমান হিন্দি আগ্রাসনের কারণে বাংলা ভাষা এবং সংস্কৃতি আজ কলকাতার বুকে কোণঠাসা হয়ে চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদে নামতে গেলে বিদ্যাসাগরের থেকে বড় কোন অনুপ্রেরণা বিরল। “
ঐক্য বাংলার সম্পাদিকা শ্রীমতি সুলগ্না দাশগুপ্ত বলেন – “আপনারা জানেন কেন্দ্রীয় সরকার 14 ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করেন সারা ভারতবর্ষের সমস্ত সরকারি শিক্ষা এবং কর্ম প্রতিষ্ঠান জুড়ে। বাঙালির করের টাকায় বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়ার এই চক্রান্ত বছরের পর বছর ধরে চলছে তাই আমরা মনে করি আজ সময় এসেছে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির উদযাপনের জন্য সরকারের পক্ষ থেকে বিদ্যাসাগরের জন্মদিন জাতীয় শিক্ষক দিবস পালন করার।”
ঐক্য বাংলার উত্তর কলকাতা অঞ্চলের সভাপতি লিটন দেবনাথ খুব পরিস্কার ভাবে জানান – “বিদ্যাসাগরের শুভ জন্ম দিনে আমরা নতুনভাবে সবাইকে মনে করিয়ে দিতে চাই যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এই কলকাতা ও বাংলার বুকে বাংলা ভাষার আর কোন অবমাননা আমরা সহ্য করবোনা।”
বিদ্যাসাগরের জন্ম দিবসে ঐক্য বাংলার এই উদ্যোগে উপস্থিত ছিলেন ঐক্য বাংলার যাদবপুর অঞ্চলের সভাপতি স্নেহাশীষ ঘোষ এবং অন্যান্য অনেক সদস্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584