উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শুক্রবার ধর্মতলার বিজেপির শিক্ষা সেলে মঞ্চে এসে ক্ষমতায় এলে শিক্ষকদের সমস্ত বকেয়া ডি এ দিয়ে দেবেন বলে আশ্বাস দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপির শিক্ষক সংগঠনের মঞ্চে এসে তিনি বলেন,’ শিক্ষকদের সব আন্দোলনে সঙ্গে আছি। ওদের বিভিন্ন সংগঠনের পাঠানো স্মারকলিপি নিলাম।
এগুলো যথাক্রম পাঠিয়ে দেব। আগামী দিনেও ওদের আন্দোলনে পাশে আছি।’ পরে দিলীপ ঘোষ আরও বলেন,’ এই সমস্ত শিক্ষক রাই নির্বাচনে কাজ করবেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচনের কাজে শিক্ষকদের সুরক্ষা দিতে হবে। গতবার রাজ কুমার রায় নামে এক শিক্ষককে একটি পোলিং বুথে প্রিসাইডিং অফিসার হয়ে কাজ করার সময়ে তৃণমূল কে বুথ দখল করতে না দেওয়ার জন্য খুন হতে হয়েছিল। বাংলার গণতন্ত্র কে এভাবেই শেষ করছে তৃণমূল।
‘ তিনি আরও বলেছেন,’ শিক্ষকরা নিজেদের রাজ্যে অসুরক্ষিত বলে মনে করছেন। বাইরের কাজ তাদের দিয়ে করানো হচ্ছে। আবার মুখ্যমন্ত্রী তাদের দিয়ে দলের কাজ ও করাতে চান। তারা নিজেদের দাবি নিয়ে ধরনা দিতে চাইলে আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী আবার তাদের বলছেন ঘেউ ঘেউ করবেন না। তিনি আবার রাস্তায় নেমে হুজ্জতি ও করেন।
আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আশাবাদী সিদ্দিকি
আসলে সিপিআই(এম) এর অত্যাচারের হাত থেকে বাঁচতে গরীব ঘরের মেয়েকে মুখ্যমন্ত্রী করতে আমরাই জিতিয়ে ছিলাম।এখন উনি ট্রেড মিলে হাঁটতে হাঁটতে নাকি রাজ্যের বাজেট তৈরি করে দেন। এরপর ওর সরকার ভোট লোক করে নেয়। লাঠি গুলি খেয়ে আপনারা লড়ে চলেছেন। আর রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের একশো কর্মীকে খুন হতে হয়েছে। হাজার হাজার কর্মী জেলে আর বাড়িছাড়া।
আমাদের কলকাতার জেলা সভাপতিকে ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের সামনে রাস্তায় ফেলে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তৃণমূল। রাজ্যের এক মন্ত্রী বোমা খেলেন। নিরাপত্তা দিতে পারছে না রাজ্য পুলিশ।বিজেপি এরাজ্যের ক্ষমতায় এসে সোনার বাংলা তৈরি করবে। আমরা তিন কোটি মানুষের ভোট পেয়ে দুশোর বেশি আসন বিধানসভার ভোটে পাবো।
আরও পড়ুনঃ তীর্থক্ষেত্রের অবস্থা দেখে খারাপ লাগছেঃ অমিত শাহ
ত্রিপুরার বাম সরকার যাবার আগে অবৈধ ভাবে কিছু শিক্ষককে চাকরি দিয়েছে। তাদের নিয়োগ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে ওখানে শিক্ষকদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ওদের চালু করে দেওয়া হয়েছে।’এই সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডা. সুভাষ সরকার, সৌমিত্র খাঁ। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, বিজেপি শিক্ষক শিক্ষক সেলের দীপক দাস প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584