নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা তথা কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়ের ফোনে অপরিচিত একটি নম্বর থেকে ভিডিও কল আসে। সেই ভিডিও কলটি রিসিভ করতেই এক মহিলার অশ্লীল ভিডিও সম্প্রচার হতে থাকে। গৌতম বাবু জানিয়েছেন, সঙ্গে সঙ্গে ভিডিও কল বন্ধ করে দেন।
গতকাল রাতে বারবার ওই একই নম্বর থেকে অশ্লীল ধরনের ম্যাসেজ আসতে থাকে তারপর মঙ্গলবার সকালে ভিডিও কল আসে বলে জানিয়েছেন বিজেপি নেতা গৌতম রায়। পরবর্তী কালে গৌতম রায়ের কাছে একটি ফোনে বিনোদ রাঠোর সিবিআই অফিসার পরিচয় দিয়ে ফোন করে জানান যদি তিনি ২৫০০০ টাকা না জমা করেন তাহলে তার ভিডিও ভাইরাল করা হবে। এছাড়া আরও বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানান বিজেপি নেতা।
আরও পড়ুনঃ জলঙ্গিতে আবাস যোজনা সার্ভে করার পরেও ঘরের লিস্টে নাম না আসায় বিক্ষোভ গ্রামবাসীদের
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে তিনি কান্দি থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৌতম রায়ের দাবি, এ ধরনের ফোন করে যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এবং টাকা রোজগার করার বেআইনি একটা চক্র চালাচ্ছে কিছু অসাধু লোকজন। এই চক্র যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হওয়া দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584