নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে ডেপুটেশন দিল বিজেপির স্বাস্থ্য সেল। সোমবার মেদিনীপুর শহরের বটতলার চক থেকে একটি মিছিল বের করে জেলা বিজেপির স্বাস্থ্য সেল, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের সুপারের কাছে এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে আসে।
বিজেপির স্বাস্থ্য সেলের তরফে জেলার সভাপতি শমিত কুমার দাস বলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ড সহ বেশ কিছু ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবা ভালো নয়। রোগী ভর্তি হলে চিকিৎসার নামে দীর্ঘদিন ওয়ার্ডে পরে থাকে এবং হাসপাতালে ডাক্তারবাবু থাকলেও মেডিসিন ও যন্ত্রপাতির অভাবে উন্নত মানের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা কংগ্রেসের
পানীয় জল থেকে শুরু করে প্রায় ১৪ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন, বলে জানান বিজেপির জেলা সভাপতি। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ জেলার সাধারণ সম্পাদক শংকর গুছাইত, পূর্ব মন্ডলের সভাপতি দেবাশিস দাস সহ অন্যান্য নেতা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584