শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুরঃ
উত্তর দিনাজপুর জেলার দাঁড়িভিটা হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্রসহ গ্রামবাসীদের বিক্ষোভ দমনে পুলিশি হামলায় আই.টি.আই ছাত্র রাজেশ সরকারের মৃত্যুর প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে কালাদিবসের ডাক দেয় অল ইন্ডিয়া ডিএসও।সেই আন্দোলনের অঙ্গ হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর, বেলদা, খড়গপুর সহ জেলার বিভিন্ন এলাকায় মিছিল সহ পথসভা করে কালাদিবস পালন করে এই ছাত্র সংগঠন।
মেদিনীপুর শহরের রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে ডি.এম অফিস পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয়।মিছিলে নেতৃত্ব দেয় ডি এস ও জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি এবং সহসভাপতি সিদ্ধার্থশংকর ঘাঁটা। জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন,রাজ্য সরকার গতকাল একটি কালো দিন সংগঠিত করল,একদিকে গরিব মেহনতি মানুষের কথা বলছেন,অপরদিকে ছাত্র আন্দোলনের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করছে , এটা দ্বিচারিতা ।এর বিরুদ্ধে আগামী দিনে জনমত গঠন করে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।তিনি দোষী পুলিশ অফিসারের শাস্তির দাবি করেন ।
আরও পড়ুনঃ ছাত্রমৃত্যুর ঘটনার জেরে বিজেপির জেলা বনধে বাস ভাঙচুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584