শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ
রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ওয়েবেল কোম্পানির আন্ডারে বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে শুরু হয়েছে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি। তাঁর অংশ হিসেবে ১৫.০৯.২০২১ থেকে দু’দিন ব্যাপী লালগোলা ব্লকের আন্ডারে কর্মরত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে।
এই দুই দিন ব্যাপী শিবিরে কর্মীদের রাজ্য সরকারের আন্ডারে যতরকম অনলাইন পরিষেবার আবেদন করা যায়, আর সেগুলো যেন সঠিকভাবে জনগণকে পরিষেবা দেওয়া যায়, তার জন্যই প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের জীবন্তির অসহায় পরিবারের পাশে দাঁড়াতে দুয়ারে প্রশাসন
একজন কর্মীর বয়ান অনুযায়ী, দুদিনের প্রশিক্ষণ শেষ হবার পরে তৃতীয় দিন এই প্রশিক্ষণ প্রণালীর ওপরে একটি পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। আর কোডিভ-19 পরিস্থিতির কথা বিবেচনা করে প্রোগামটি সম্পূর্ন ভার্চুয়াল মাধ্যমে অর্থাৎ অনলাইন পদ্ধতিতে শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584