উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,১৬অক্টোবর:
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ছাত্র ফেডারেশনের উদ্দ্যোগে গতকাল কালিয়াচক শহর গ্রন্থাগার এ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ডি.ওয়াই. অফ.আই এর কালিয়াচক-১ লোকাল কমিটির সম্পাদক ইয়াসিন মহলদার জানান-বর্তমানে গোটা রাজ্যে তীব্র রক্ত সংকট তৈরি হয়েছে,ডেঙ্গু আক্রান্ত মুমুর্ষ রুগীদের জীবন বাঁচাতে তথা সামগ্রিক ভাবে রক্ত সংকট নিরসন করতেএই রক্ত দান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াচক-১ লোকাল কমিটির সম্পাদক এনামুল হক,সিটু এর পক্ষে নুরুল ইসলাম, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষে আনিসুর রহমান প্রমুখ।
এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষের সাড়া পাওয়ায় গেছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।বিশেষ করে ছাত্র যুবক দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করতে তারা এগিয়ে এসেছে।সর্বমোট ৯১জন রক্ত দান করে এই রক্ত দান কর্মসূচিকে সফল করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584