ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির

0
64

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

Blood donation camp by Land Revenue Department
নিজস্ব চিত্র

গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে অভিনব উদ্যোগ নিল দক্ষিন দিনাজপুর জেলার ভুমি ও ভুমি রাজস্ব দপ্তর।

Blood donation camp by Land Revenue Department
নিজস্ব চিত্র

প্রতি বছরই গরম কালে রাজ্য জুড়ে রক্ত সংকট দেখা যায়। এ বছর ভোট থাকায় রক্তদান শিবিরের আয়োজন কম হচ্ছে তাই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে রাজ্য জুড়ে।

Blood donation camp by Land Revenue Department
নিজস্ব চিত্র

এবছর যাতে দক্ষিণ দিনাজপুর জেলায় রক্ত সংকট অতটা প্রভাব ফেলতে না পারে সে কারনেই জেলার অরাজনৈতিক সংগঠনগুলি বিশেষ উদ্যোগী হয়েছে। এবার ভোট পর্ব মিটতেই রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিন দিনাজপুর জেলার ভুমি ও ভুমি রাজস্ব দপ্তর।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের সৌভিক নাসার গবেষক

আজকের এই শিবির মুলত দক্ষিন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (ভুমি রাজস্ব) শ্রী প্রনব ঘোষের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। আজ দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) রঞ্জন কুমার ঝা সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা উৎসাহের সাথে এই রক্তদান উৎসবে অংশ গ্রহন করেন। এই শিবিরে শতাধিক কর্মীর রক্তদান বলে দিচ্ছিল পৃথিবী থেকে আজও মানবতা হারিয়ে যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here