সালার ব্লক প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির

0
45

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

বৃহস্পতিবার সালার পঞ্চায়েত সমিতি অফিসের সভাগৃহে সালার ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। বৃহস্পতিবারের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভরতপুর ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মন্ডল ।এদিনের  রক্তদান শিবিরে মোট ৩৬ জন নারী পুরুষ রক্তদান করেন । এদিন প্রত্যেক রক্তদাতা কে তাদের হাতে রক্তদানের শংসা পত্র তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মন্ডল এবং তিনি প্রত্যেক রক্তদাতা কে এই মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান । এদিনের এই শিবিরকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

 

নিজস্ব চিত্র 

আরও পড়ুনঃ পুনঃনির্মাণ ও নতুন পরিষেবার উদ্বোধন সাদিখাঁন দেয়ার বিদ্যানিকেতনের

আমাদের রাজ্যে প্রত্যেক বছর মার্চ মাস থেকে জুলাই মাসের মধ্যে রক্তের চাহিদা বেড়ে যায় । রক্তের চাহিদা মেটাবার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সঙ্গে সরকারি সংস্থাগুলিও এগিয়ে আসে। সেই পরিপ্রেক্ষিতে গত কয়েক বছর ধরে সালার ব্লক প্রশাসন এই কর্মসূচি পালন করে  আসছে । তারই ফল স্বরূপ সালার ব্লক প্রশাসন রক্ত শিবির আয়োজন করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সালার ব্লক প্রশাসনিক পক্ষ থেকে ভরতপুর ২ সমষ্টি  উন্নয়ন আধিকারিক আশীষ মন্ডল  বর্তমান সমাজ ব্যবস্থায় রক্তদানের গুরুত্ব এবং এ বিষয়ে নাগরিকদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সকলকে অবগত ও সজাগ করেন। এছাড়া আজকের এই রক্তদান শিবির কে সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য তিনি তা সহকর্মী ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ  এবং বিশেষ করে ব্লাড ব্যাংকের  কর্মীদের  রক্তদান শিবিরের আয়োজনের  সহযোগিতার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here