নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
প্রয়াত শিক্ষক মধুসূদন গাঁতাইত ও শিল্পী উজ্জল কুমার নাগের স্মৃতিতে নীলাম্বর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এদিনের শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৫১ জন রক্তদাতা রক্ত দান করেন। এদিনের শিবিরে সংগঠনের পত্রিকা ‘জাগৃতি’র উদ্বোধন হয়। এদিনের শিবিরে উপস্থিত সকলকে স্বাগত জানান আয়োজক সংগঠনের সম্পাদক অভ্রজ্যোতি নাগ।
এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা পরিবহন আধিকারিক অমিত দত্ত, মেদিনীপুর সদর ব্লকের বিডিও সুদেষ্ণা মৈত্র,সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া বিশিষ্ট চিকিৎসক কৃপাসিন্ধু গাঁতাইত, কলেজিয়েট স্কুলের প্রধান প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া,লালগড় গার্লসের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, ঝাড়গ্রাম জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, মৌ রায়, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সাহিত্যিক বিদ্যুৎ পাল,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা,সমবায়ী জয়ন্ত সাঁতরা, শিক্ষিকা সোমা গাঁতাইত,শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রাহি, সুব্রত মহাপাত্র, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায় নরসিংহ দাস, গৌতম দেব,উত্তম মান্না, সঞ্জীব শীট, মধুসূদন ভূঁইয়া,সাইক্লিস্ট শিক্ষিকা নবনীতা মিশ্র, শিক্ষিকা শ্রাবনী নাগ ,বাচিক শিল্পী রত্না দে,সঙ্গীত শিল্পী দীপেশ দে,রিম্পা দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক মানবিক প্রয়াস
বিভিন্ন সমাজসেবী সংগঠনের পক্ষ উপস্থিত ছিলেন প্রতিমা রানা, সঙ্গীতা সিংহ,রীতা বেরা,পারমিতা সাউ গিরি ,রুমা মণ্ডল, সুমন চ্যাটার্জি, পিন্টু সাউ প্রমুখ। আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কমল কৃষ্ণ নাগ, ধীরেন পাল, সুমনজিৎ দে, প্রীতিশ মুরারকা, দেবব্রত জানা, ডোনা দে, জয়দেব পাল, কৌশিক ভূঁইয়া, মিলন গিরি রামপ্রসাদ জানা প্রমুখ। শিবিরে প্রত্যেক রক্তদাতার হাতে সম্মান স্মারক ও গাছের চারা তুলে দেওয়া হয় সবুজায়নের বার্তা দেওয়া হয়। শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেক রক্তদাতা ও উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সংগঠনের সম্পাদক অভ্রজ্যোতি নাগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584