বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিচুপাকুড়িতে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।এদিন সন্ধ্যাবেলা স্থানীয়রা লেচুপাকড়ির ৩১ নং জাতীয় সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।অপরদিকে ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪২।ওই ব্যক্তির দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।কিভাবে মৃত্যু হল তাও ময়নাতদন্তের পরেই জানা যাবে।সমগ্র ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
আরও পড়ুন: দুর্গাপুরের উন্মাদনার কারন প্রয়াস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584