নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম শহরের স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার পূর্ব দিকে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। ৩৪ একর বিস্তৃত শালগাছ ঘেরা জায়গা নিয়ে তৈরি হয়েছে পার্কটি।
পর্যটক টানতে নতুন বছরে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে চালু হচ্ছে নৌকাবিহার।
জঙ্গলের পশুপাখি শুধু দেখা নয়, এ বার থেকে নৌকাবিহারের মাধ্যমে রোমাঞ্চিত হওয়ার সুযোগ পাবেন পর্যটকরা, এমনটাই আশা বন দফতরের। এক কথায় বন্য প্রাণীদের দর্শনের মাঝে নৌকাবিহার যেন এক বাড়তি পাওনা।
আরও পড়ুনঃপ্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান পদে আইনি সীলমোহর
ঝাড়গ্রামের ডিএফও তথা জুওলজিক্যাল পার্কের ভারপ্রাপ্ত আধিকারিক বাসবরাজ এস হোলেইচ্চি বলেন, ‘বিভিন্ন খাত থেকে অর্থসঞ্চয় করে ২৫ লক্ষ টাকা খরচ করে নৌকাবিহারের পরিকাঠামো তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ২টি বোট নিয়ে শুরু করা হচ্ছে, পরবর্তীকালে আরও ২টি বোট নিয়ে আসা হবে। পর্যটকরা ১ জানুয়ারি থেকে নৌকাবিহার করতে পারবেন। মাথা পিছু ২০ টাকা করে টিকিট করা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584