নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
সঙ্গীতপ্রেমীদের জন্য পুজোয় নতুন চমক নিয়ে আসছে একঝাঁক তরুণ তুর্কী। দেখে এবং শুনে এবার পুজোয় মন ভরবে বাঙালির। কারণ এই পুজোতেই মুক্তি পাবে ‘বলো বলো হে দুগ্গা মাইকি জয়’। এই মিউজিক ভিডিওতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অভিনন্দন সরকারকে। এর আগে সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ‘পুজো এল’-তেও দেখা গিয়েছে অভিনন্দনকে।
এছাড়াও, স্বল্পদৈর্ঘের ছবি ‘আদালান্তে’ অভিনয় করতে দেখা গিয়েছে অভিনন্দন সরকারকে। শুধু তাই নয়, বাংলাদেশের লবিবা ও তন্ময় মাহবুবুলের ‘তোর প্রেমেরই আদরে’ মিউজিক ভিডিওটিতেও কাজ করেছেন অভিনন্দন। এপার বাংলা ওপার বাংলার পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজ ‘হলিডে ট্রিপ’-এ একজন দায়িত্ববান পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
হিন্দি মিউজিক ভিডিও ‘মাহি ভে’তেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনন্দন সরকার। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী রাসমনি’তে শিবের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এবার পুজোর নতুন মিউজিক ভিডিও ‘বলো বলো হে দুগ্গা মাইকি জয়’তেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ জুটি বাঁধছেন টলিউডের দুই তারকা, প্রযোজক দেবের ছবিতে অভিনেতা প্রসেনজিৎ
জনপ্রিয় বাংলা রিয়্যালিটি শো সারেগামাপা-য় অংশগ্রহণকারীদের কণ্ঠে শোনা যাবে এই মিউজিক ভিডিওর গান। এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন সারেগামাপা খ্যাত গুরজিত সিং, গৌরব সরকার, চন্দ্রিকা ভট্টাচার্য, অনুষ্কা পাত্র, সমদীপ্তা মুখোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং অরিত্র দাশগুপ্ত। গান গেয়েছেন সারেগামাপা ২০২১-এর বিজয়ী অর্কদীপ মিশ্রও।
আরও পড়ুনঃ নতুন চমক নিয়ে আসছে পাভেলের ‘কলকাতা চলন্তিকা’
শুভঙ্কর হালদারের পরিচালনায় এই ভিডিওটিতে দেখা যাবে এই সঙ্গীতশিল্পীদের। এই ভিডিওটিতে অভিনন্দন সরকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনন্যা অধিকারীকে। প্রভাত মন্ডলের প্রযোজনায় ‘বলো বলো হে দুগ্গা মাইকি জয়’-এর সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন নীল নায়েক, ঋষভ সাহা এবং তুহিন দে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584