বেলডাঙ্গা থানার এলাকায় হিজুলি মাঠপাড়ায় একটি বাড়ির দরজার পাশে ভয়াবহ বিস্ফোরণ

0
104

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

বেলডাঙ্গা থানার অন্তর্গত হিজুলি মাঠপাড়ায় একটি বাড়ির দরজার পাশে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ওই এলাকা।একটি বাড়িতে ফাটল ধরে এবং সেখানে  গর্ত হয়ে সেই মাটি দোতলার ছাদের উপরে এসে পড়ে।আচমকা এই বোমা বিস্ফোরণে  এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

bomb blast in beldanga ps area
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

উল্লেখ্য ২০২০ সালের ৩ ডিসেম্বর ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ফলে খুন হন আব্দুর রশিদ নামে এক তৃণমূল সমর্থক। আব্দুর রশিদ খুনে ১৭ জনের নামে বেলডাঙা থানায়  অভিযোগ  দায়ের করার পর পুলিশ ছয় জনকে  গ্রেফতার করে বিভিন্ন এলাকা থেকে। এবং বাকি আসামিরা ফেরার থাকে। বর্তমানে  ওই কেসের জেরা পর্ব চলছে কোর্টে। এরমধ্যে  ওই এলাকায় ইসরাফিলের বাড়িতে বোমা  বিস্ফোরণ।এলাকার মানুষ মনে করছে  পুরনো  ঘটনার জেরে  এই বোমা বিস্ফোরণ। বেলডাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here