পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
গোয়ালপোখরের সাহাপুরে শিক্ষকের বাড়িতে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষকের দাবী তাঁর জমি জবরদখল করতে না পেরে তাঁকে ফাঁসাতেই জমি মাফিয়াদের বোমা রাখার ষড়যন্ত্র।
গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানী, ব্লক তৃণমূল সভাপতি গোলাম রসুল ওরফে মুনি ও প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আর্জি জানিয়েছেন গড়রা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহম্মদ আব্বাস আলম।
পাশাপাশি এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে গোয়ালপোখর থানার পুলিশ।
জানা গিয়েছে, গোয়ালপোখরের গদাহাট এলাকায় শিক্ষক মহম্মদ আব্বাস আলমের বাউন্ডারি দেওয়া একটি জমি রয়েছে। বেশ কিছুদিন ধরে স্থানীয় জমি মাফিয়ারা ওই জমিটি জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ শিক্ষকের।
আরও পড়ুনঃ তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বোমা
এবিষয়ে গত জুলাই মাসে গোয়ালপোখর থানায় অভিযোগও দায়ের করেছেন শিক্ষক। এরপরে সম্প্রতি পাশ্ববর্তী বিহারের কিষানগঞ্জ এলাকার ফ্লাই ওভারের ওপরে শিক্ষকের গাড়িতে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।
শিক্ষকের কোনও ক্ষয়ক্ষতি না হলেও গাড়িতে ও চালকের শারীরিক ক্ষতি হয়েছে বলে শিক্ষকের অভিযোগ। এদিন শেষে শিক্ষকের গাড়ির গ্যারেজে বোমা রেখে তাঁকে ফাঁসানোর অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে।
বোমা উদ্ধারের খবর পেতেই গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘিরে রাখা হয়েছে শিক্ষকের গ্যারেজ। পাশাপাশি আতঙ্কিত গ্রামবাসীদের ভিড় শিক্ষকের বাড়িতে উপচে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584