বুলডোজারই কি যোগী প্রশাসনের বিচার প্রক্রিয়া! প্রশ্ন দেশ জুড়ে

0
99

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

হজরত মহম্মদ সম্পর্কে  নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশের মত বিক্ষোভ ছড়িয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তেও। কানপুর, সাহারানপুর সহ  প্রয়াগরাজেও ছড়ায় বিক্ষোভের আঁচ। আর সেই বিক্ষোভে অভিযুক্তদের ‘শায়েস্তা’ করার ভার বুলডোজারের উপরেই ন্যস্ত করেছে যোগী প্রশাসন। অশান্তি সৃষ্টির অভিযোগে ধৃত দুই অভিযুক্তের বাড়ি বুলডোজ়ার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে। কানপুরে গোষ্ঠী সংঘর্ষে অভিযুক্ত জ়াফর হায়াত হাসমির ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি।

ছবিঃ এএনআই

সাহারানপুরে অশান্তির ঘটনায় দুই অভিযুক্ত মুজ়াম্মিল ও আব্দুল ওয়াকিরের বাড়ির কিছু অংশ আজ বুলডোজ়ার দিয়ে ভেঙে দেয় পুরসভা। তাঁদের দাবি, ওই নির্মাণ নাকি অবৈধ ছিল। কানপুরে গত ৩ জুনের সংঘর্ষের পর মূল অভিযুক্ত জ়াফর হায়াত হাসমির আত্মীয় মহম্মদ ইসতিয়াকের বাড়িও ভেঙে দেন ঐ এলাকার পুরকর্মীরা। কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) আনন্দপ্রকাশ তিওয়ারি জানান, ঐ সম্পত্তিতে মূল অভিযুক্তের বিনিয়োগ ছিল বলে সন্দেহ। গ্রেপ্তার হয়েছেন প্রয়াগরাজের রাজনৈতিক কর্মী জাভেদ মহম্মদ। ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’-র নেতা জাভেদ। পুলিশের দাবি, গতকালের ঘটনার পিছনে রয়েছেন জাভেদ। প্রয়াগরাজের এসপি অজয় কুমার জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে ২৯টি ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্যাংস্টার আইন ও জাতীয় সুরক্ষা আইনে মামলা চালানো হবে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে নূপুর শর্মার মন্তব্য ঘিরে সারা দেশে যে বিক্ষোভের প্রকাশ, সে বিষয়ে চিঠি দিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here