দুবাই থেকে সোনা জিতে তাইল্যান্ডের পথে গোয়ালপোখরের হিনা

0
65

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

দুবাই থেকে কিকবক্সিং এ সোনা জিতে আসার পর এবার প্রত্যন্ত এলাকা গোয়ালপোখর এক ব্লকের ষোল পাড়ার মেয়ে হেনা নিহার পাড়ি দিচ্ছে থাইল্যান্ড।

boxer hina nihar win gold medal from dubai | newsfront.co
হিনা। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই দুবাইয়ের পাশাপাশি থাইল্যান্ড থেকে পেয়েছে স্কলারশিপ এবং তাদের খরচেই সে আবার যাচ্ছে বিদেশে। এই খবরে আনন্দ যেন দ্বিগুণ লয়ে চলছে।

এমনই বার্তা নিয়ে বাড়ি ফেরার পর ফুল ছিটিয়ে সোনার মেয়েকে ঘরে বরণ করে নিল পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের মানুষজন। মঙ্গলবার দুবাই থেকে কিক বক্সিং এ বিশ্বসেরা হয়ে হাতে সোনার মেডেল নিয়ে বাড়ি ফিরলো হেনা নিহার আর এই আনন্দে যেন সেখানে জলসা বসেছে।

আরও পড়ুনঃ পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড এনে দিল পুলিশ

রঙিন শামিয়ানা টানিয়ে গোয়ালপুকুর এক ব্লকের ষোল পাড়াতে হেনার বাড়িতে যেন উৎসবের ধুম।

হেনার বাবা আখতার আলম জানান, এবার স্কলারশিপ পেয়ে আগামী চৌঠা মার্চ তার মেয়ে কিকবক্সিং নিয়ে পৌছে যাচ্ছে থাইল্যান্ডে। সেখানেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে সে। এরপর দু’চোখে অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন ।

সেই স্বপ্ন সফল করার জন্য হেনা কে আলাদাভাবে প্রশিক্ষণ দেবে ওর কোচ। হেনার এই সাফল্যের কথা যেন স্বপ্নের মত। যা জীবনে কখনো ভাবতে পারেনি ওর বাবা। হেনা মা পারভিন খাতুন বলেন, ছেলে মেয়েদের মধ্যে কোন বৈষম্য রাখা উচিত নয়।

মেয়েরাও সুযোগ পেলে যে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে তার প্রমাণ তার নিজের মেয়ে। এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী বলেন, তিনি আগামী বৃহস্পতিবার হেনার বাড়িতে গিয়ে ওকে শুভেচ্ছা জানিয়ে আসবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here