উচ্ছৃঙ্খল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বয়কট হলদিয়ায়

0
34

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

Boycott of engineering students | newsfront.co
নিজস্ব চিত্র

হলদিয়া ইঞ্জিনারিং কলেজের ছাত্রদের বিরুদ্ধে নানা অভিযোগ। দীর্ঘদিন ধরে পড়ুয়াদের অবাধ উচ্ছৃঙ্খল জীবনযাপনে বিরক্ত স্থানীয় বাসিন্দারা।

গতকাল রাতের ঘটনায় তার বহিঃপ্রকাশ ঘটে তীব্র আকারে। পড়ুয়াদের এই আচরণের বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হয়ে প্রতিবাদ করে। এমনকি এক প্রস্থ খণ্ডযুদ্ধ বেধে যায় ছাত্রদের সাথে স্থানীয় বাসিন্দাদের। পরে পুলিশ ও র‍্যাফ এসে পরিস্থিতি সামাল দেয়।

Boycott of engineering students | newsfront.co
রাজু সামন্ত, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্ত

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়াদের সাথে স্থানীয় বাসিন্দাদের বিবাদে উত্তপ্ত হলদিয়া

বৃহস্পতিবার সকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে সামনে সমস্ত দোকানপাট বন্ধ থাকে সেই সঙ্গে টোটো চালকরা ছাত্রদের বয়কট করা শুরু করে।

এই মুহূর্তে কলেজ চত্বরে সামনে সমস্ত দোকানপাট বন্ধ। সব মিলিয়ে গোটা এলাকা এখন থমথমে। তবে এবিষয়ে কলেজ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। তবে পরিস্থিতি যাতে আবার উত্তপ্ত না হয় সে জন্য পুলিশ পিকেট আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here