নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২৮ এপ্রিল ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর রাশিয়ার তৈরি করোনা টিকা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে, কারণ হিসেবে তারা জানিয়েছে স্পুটনিক ভি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে আসেনি এখনও। ব্রাজিলের ন্যাশনাল হেলথ সারভিলেন্স এজেন্সির ৫ সদস্যের বোর্ড সর্বসম্মতিক্রমে এই টিকাকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রী রিকারদো লিওয়ান্সকি বলেন, “ সমগ্র দক্ষিণ অ্যামেরিকা অভিযোগ করেছে যে তারা যত ভ্যাক্সিন পেয়েছিল পরীক্ষা করে দেখেছে সবকটিতে সাধারণ সর্দি কাশির জীবিত ভাইরাস পাওয়া গেছে।”
In response to fake news being circulated stemming from inaccurate Anvisa report, please refer to an official statement from Gamaleya Institute that confirms that in Sputnik V E1 is deleted and no RCA present. We also informed Anvisa on that matter.
👇https://t.co/NHk6EEyLIJ— Sputnik V (@sputnikvaccine) April 28, 2021
আরও পড়ুনঃ বৈদেশিক নীতিতে বদল, করোনা আবহে চিনের সাহায্য নিতে সম্মতি ভারতের
অনলাইনে আপলোড হওয়া একটি স্লাইড শো উল্লেখ করে আনভিসা-র বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা স্পুটনিক ভি-এর বুসটার শট টি পরীক্ষা করেছেন। ফলাফলে দেখা গিয়েছে এটি ‘রেপ্লিকেশন কম্পিটেনট’ অর্থাৎ শরীরের ভিতরে যাওয়ার পরেও ভাইরাসটি বিস্তার লাভ করতে পারে। যদিও ব্রাজিলের এই রিপোর্ট সম্পূর্ণ অস্বীকার করেছে রাশিয়া। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল স্পুটনিক ভি’কে ছাড়পত্র দিয়েছে ভারত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584