শ্যামল রায়,পূর্বস্থলীঃদীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মুখে ভোটাররা ক্ষোভে ফুঁসছেন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অধীন জাহান নগর গ্রাম পঞ্চায়েত ও রাইদোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি বড় ধরনের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে ভাতশালা থেকে শুরু করে মদাফরপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ দশকিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।
ভোটের মুখে এই বেহাল রাস্তা শাসক দলের পক্ষে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে।
ভোটাররা আদৌ কতটা শাসকদলের পক্ষে মতামত প্রয়োগ করবে সেই প্রশ্ন উঠেছে তৃণমূল নেতাদের একাংশের কাছে।
বেহাল রাস্তার কারণে সমস্যা দিনের পর দিন বাড়ছে। স্থানীয়দের অভিযোগ যে রাস্তাটি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সাধারণ মানুষের পক্ষে ও যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। রাত বিরাতে যেকোন সমস্যার কারণে এই রাস্তা দিয়ে ছুটতে হয় কাটোয়া কালনা নবদ্বীপ শহরে তথা বর্ধমান শহরে। কিন্তু বেহাল রাস্তার কারণে গর্ভবতী মহিলাদের কাছেও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজে যাতায়াতে ছাত্র-ছাত্রীদের পক্ষে ও চরম সমস্যা তৈরি হয়েছে।
ভাঙাচোরা রাস্তায় প্রায় ছোটখাট দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
গোটা রাস্তায় খানা খন্দে ভরে গেছে ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতে যেতে এই রাস্তাটি ধরেই সাধারণ মানুষকে অফিস আদালতে যেতে হয় কিন্তু রাস্তার ভিতর বড় বড় গর্ত তৈরি হতে কোন যানবাহন চলাচল সঠিকভাবে হচ্ছেনা।
রাতের অন্ধকারে এই বেহাল রাস্তা আরও চরম দুর্ভোগের রূপ নেয় সাধারণ যাত্রীদের কাছে।
অথচ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাছেও বিষয়টি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষপেন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই বেহাল রাস্তাটির টেন্ডার হয়ে গিয়েছে ভোট এসে যাওয়ায় কাজ শুরু করা যায়নি তার পরেই কাজ শুরু হবে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584