করোনার জেরে বন্ধ রাখা হলো আদালতের কর্ম প্রক্রিয়া

0
49

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

court adjourned | newsfront.co
লোক বিহীন আদালত চত্বর। নিজস্ব চিত্র

করোনা ভাইরাসের জেরে বর্ধমান আদালতেও স্তব্ধ কাজকর্ম । এদিন আদালত চত্বরে গিয়ে দেখা যায় কাজের দিনের প্রায় ভিড় নেই আদালত চত্বরে। দোলের ছুটির পরে সোমবার থেকে পুরো দমে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে প্রায় স্তব্ধ আদালতের কাজ।

court | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যাচ্ছে আগাম জামিনের শুনানি বন্ধ থাকলেও ধৃতদের জামিনের আবেদনের শুনানি হবে। তাছাড়া সংক্রমণের জেরে অনেক বিচার প্রার্থীও আদালতে আসছেন না। এদিকে আইনজীবিরা বলছেন, হাইকোর্টের নির্দেশিকা জারি রয়েছে খুব জরুরি প্রয়োজন ছাড়া ধৃতদের আদালতে পেশ করা যাবে না।

court area | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা ঠেকাতে বাসে জীবাণুনাশক স্প্রে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলছেন, “বার কাউন্সিলের নির্দেশ মেনে আদালতের কাজকর্ম থেকে আপাতত বিরত রাখা হবে। তবে পরে নির্দেশ যেমন আসবে তেমনই হবে। তবে করোনাকে নিয়ে সকলের এখন একটাই প্রশ্ন, সব আতঙ্ক কাটিয়ে আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে এই বর্ধমান আদালত?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here