গ্রিন জোনে চলবে বাস, তবুও ক্ষতির আশঙ্কায় বাস মালিকরা

0
145

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

প্রথমে এতদিন বাস না চালানোয় যে যান্ত্রিক গোলোযোগ দেখা দেবে সেগুলি মেরামত করতে মোটা টাকা খরচ হবে। তারপর ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামানো সম্ভব না।

bus service | newsfront.co
ছবিঃ প্রতীকী

এমনটাই জানিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশনের সদস্যরা। বাস মালিকদের ক্ষতির কথা স্বীকার করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে স্বেচ্ছায় দান চোপড়ার লোকশিল্পীদের

করোনা ভাইরাসের থাবায় রাজ্য সহ গোটা দেশ জুড়ে লকডাউন কার্যকর রয়েছে। এখনও কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ না মেলায় গ্রিন জোনের তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর।

আগামী সোমবার থেকে দোকানপাট খোলার পাশাপাশি জেলার মধ্যে বেসরকারি বাস পরিষেবা চালু করার অনুমতিও দিয়েছেন তিনি।

তবে ২০জনের বেশি যাত্রী নিয়ে বাস চালানো যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শাসক দলের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত কার্যকরী করা হবে না।

দুই পক্ষের সাথে আলোচনা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে শাসক দলের শ্রমিক সংঠনের পক্ষে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here